প্রতিশ্রুতির ডুগডুগি বাজিয়ে ওরা
প্রগতিরই গলায় দুর্নীতির চেন বেঁধে  
দেখাচ্ছে বাঁদর খেলা।
মিষ্টি কথার সুরে সুরে ভরিয়ে দিচ্ছে চারিপাশ !
মৃগতৃষ্ণিকা রঙে রাঙিয়ে দিচ্ছে সব কোণ।


আর আমরা সব দর্শক হয়ে তা দেখতে দেখতে  
আইসক্রিমের মতো জানিনা কেমন করে
গলে যাচ্ছি বিমুগ্ধতায় !
ডুবে যাচ্ছি সাময়িক আনন্দের পুকুরে ।
মুহুর্মুহু ছুঁড়ে দিচ্ছি কিছু খুচরো করতালিও ।  


শুধু আমরা দেখতে ভুলে গেছি
প্রগতিরই গলায় বাঁধনটার দিকে ।
যে বাঁধন থেকে সে মুক্তি পেতে চায়;
পেতে চেয়ে তার স্বতঃস্ফূর্ততা ।  


           *****