সেদিনই ঠিক সরে যাবে
সব অসাম্যের জঞ্জাল!
যেদিন সমস্ত
আধ-পোড়া কাঠের মতো জীবন  
এক সাথে টেনে বের করতে পারবে  
তাদের দেহের খাপ থেকে
প্রতিবাদের তরোয়াল।


সেদিনই ঠিক মুছে যাবে
চোখের দেওয়ালে খোদাই হয়ে থাকা
কান্না হাহাকারের প্রাচীন বর্ণমালা।  
যেদিন সমস্ত
কাস্তে-কোদালের সাথে ঘরবাঁধা জীবন  
ভীরুতার বরফ গলিয়ে;  
গলায় পরবে ঐক্যবদ্ধতার মালা।