যদি ঢেউ হয়ে আবার ফিরিয়ে দিই হারানো সময়,
কবিতায় যদি উৎসর্গ করি আমার হৃদয়,
তুমি আসবে কি ফিরে?
যদি রাতের আঁধার কেটে ভোর আসে?
শিউলি হয়ে যদি ঝরে পড়ি তোমার আঁচলে,
তুমি আসবে কি ফিরে?
যদি বাতাস হয়ে শুকিয়ে দিই চোখের জল,
শিশির হয়ে যদি স্পর্শ করি তোমার চরণ,
তুমি আসবে কি ফিরে?
যদি তোমার ঘেন্না নিয়ে হারিয়ে যাই কালের স্রোতে,
তোমার ভালবাসায় যদি বিলীন হয়ে যাই শেষ রাতে,
তুমি আসবে কি ফিরে?
যদি হঠাৎ দেখা হয় অন্য কোন দেশে,
শতাব্দী শেষে, অন্য কোন বেশে,
তুমি আসবে কি ফিরে?
মনে রাখবে কি তোমার প্রথম প্রেমিক কে?