শহর জুড়ে ক্লান্তি নেমেছে,
গঙ্গা ডুবেছে আঁধারে -
স্বপ্ন ভাঙা-গড়ার খেলায় সময় বয়ে চলে।
নিওন আলোর কৃত্রিমতার
প্রলেপ মেখে গালে,
ল্যাম্পপোস্টের নিচে দ্যাখো রাত্রি দাঁড়িয়ে আছে।
শূনতে কি পাও কান্না কারোর ?
বাতাসে কান পেতে -
দ্যাখো চাঁদের আলো আটকে গেছে অট্টালিকার ছাদে।
রাত্রি আজ একলা বড় ,শহরের বুকে,
প্রকৃতি থেকে দূরে।
কৃত্রিমতার আগল ভেঙে তাই চাইছে যেতে চলে-
সেই পেরিয়ে আসা সময় আর,
হারানো গ্রামের মেঠো পথ ধরে
ঝিঁঝিঁর গানে, জোনাকির সুরে, জ্যোৎস্না মেখে গায়ে ।