বাজলো দ্বিপ্রহরের ঘণ্টা পুরানো দেওয়াল ঘড়িতে,
গভীর হল রাত নিকষ আঁধারেতে ।
ঘুমিয়ে আছে গলি-পথ, ঘুমিয়ে আছে শহর।
ঘুমিয়ে আছে চাঁদ তারা,
আকাশে বাতাসে উঠেছে নিস্তব্ধ লহর।
নেই,ঘুম নেই শুধু আমার চোখে।
তবু স্বপ্ন ভেসে আসে স্মৃতির কুটিরে।
কিছু মিথ্যের নিচে চাপা সত্যিরা কেঁদে ওঠে,
তবু তারা ব্রাত্য আজ অমাবস্যার রাতে।
আসুক ঝড় আবার ঈশান কোনে,
ভেঙ্গে দিক সব মলিনতা, সৃষ্টির ক্ষণে।
আবার বৃষ্টি নামুক মৃত শহরের বুকে।