আমি বেঁচে আছি ,এখনও ।
প্রেমের সুরাপাত্র উজাড় করে
যে বিষ তুই আমার অধরে ঢেলেছিস ,
নীলকণ্ঠ হয়ে তাকে ধারন করেছি আমি ।
কণ্ঠে গরল, তবু মৃত্যুর আহ্বানকে উপেক্ষা করে
মৃত্যুকেই আমি বানিয়েছি বেঁচে থাকার রসদ ।
তাই আমি বেঁচে আছি আজও ।


তোর মোহিনী মুখোশের আড়ালে জেগে থাকা
ঊর্ধ্বফণা  আমি দেখিনি ,
তুই মরুদ্যান নাকি মরীচিকা যাচাই করিনি ।
তোর ওষ্ঠে মধু ঢেলে তাই পেয়েছি শুধুই বিষবহ্নি ।
ব্যাকুল বাউল তাই যেন তন্দ্রাহারা প্রহরী ।
জীবনসৈকতে  বয়ে যায় লীলায়িত বিক্ষুব্ধ নদী ।


স্বপ্ন ছিল তোকে নিয়ে যাব সবুজের মাঝে ,
তাল-তমাল আর হিজলের বনে ,
কোকিলের গানে পূর্ণ হবে অভিসার ।
পড়ন্ত রোদ্দুর গায়ে মেখে , ভেবেছিলাম
তোর হাত ধরে হেঁটে যাব আমি ।


আজ শুধুই স্বপ্ন সার , উঠেছে মিথ্যা প্রেমের উল্লাস ।
শিরায় শিরায় তোর প্রেমের বিষ নিয়ে তাই
বেঁচে আছি ,অপেক্ষায় মৃত্যুর অবকাশ ।