এসেছি একেলা, যেতে হবে একা
জীবনেরও এই বিরহবেলা।
কেটে যায় রাত, আসে দিন
কাটে না তামসাঘন এই বিরহের খেলা।


আকাশে ভাসে মেঘলা দিনের মুখ,
বাতাসে ভেসে আসে হারানো প্রেমের সুর,
কিজানি ব্যাথায় ভরে আসে বুক,
আঁখিজলে মিশে যায় সবহারা সুর ।


বৃষ্টিতে ভিজে আসা সাঁঝের আকাশ ,
নির্জন পাহাড়ির মায়াবী আঁধার,
ভুলে যাওয়া পৃথিবীর ভুলে যাওয়া গান,
ভুলে যাওয়া জীবনের না ভোলা আজান।


দেখি জীবনের সুর মরনে অন্তলিন
হয়েছে বিভুর আজ এলকেশি দিন।
নেই কোন আশা , ফিরে পাওয়ার নেশা,
আছে শুধু না পাওয়ার হতাশা অন্তহীন ।


দেখি গোলাপের বাগিচায় আঁধার নেমে আসে,
ভালোবাসার পাপড়ি তাই নিরবে ঝরে পড়ে।
ভায়োলিন বেজে ওঠে রাতজাগা মনে,
সবহারা জীবন ডুকরে কেঁদে ওঠে।