আমি চলে যাবো তোমায় ছেড়ে দূর আকাশে,
চলে যাবো সুনীল সাগরতীরে কোনো দূর প্রদেশে ।
যখন স্বপ্ন গুলো স্মৃতির চাদরে মুখ ঢেকে ,
একবিংশ শতাব্দীর আরও এক ব্যার্থ প্রেমের কথা শোনাবে,
তখন হাজার মাইল দূরে কোন জনস্রোতে হারিয়ে যাবো আমি।
হয়তোবা কোনও বৃষ্টি ভেজা রাস্তায় হেঁটে যাবো একলা পায়ে।
ভেজা মাটির সোঁদা গন্ধ বুকে ভরে আমি হারিয়ে যাবো ,
আমি হারিয়ে যাবো কোনও দূর জগতে।


যখন দিনের আলো চলে যাবে তার শান্ত নীড়ে ,
সাঁঝের প্রদীপ যখন জেগে উঠবে কাঁপা শরীরে ,
ঝিঁঝিঁদের ডাকে আর বাতাসের গানে  যখন গভীর হবে অন্ধকার ,
তখন এই পৃথিবীর কোনও এক নির্জন কোনে বসে ,
তারাদের চোখে চোখ রেখে আমি বিলীন হয়ে যাবো আমি তে ।


ঢেউ হয়ে তোমায় ভাসিয়ে হারিয়ে যাবো আমি সময় সাগরে।