ধ্বংস হলেই আসে সৃষ্টি,
আসে নূতন, আসে মুক্তি।
যদি প্রশ্ন কর নূতন কি?
নূতন মানে কি শুধুই বদলি?
আমি বলি নূতন পুরানোর নবসৃষ্টি।
যেমন নূতন ঐ সূর্য,চন্দ্র,গোধূলি,
প্রতিদিন, আমাদের কাছে রচে পুনঃসৃষ্টি,
তাই নূতন মানে পুরানোর নবদৃষ্টি।