এ শহরের গলিপথ ধরে,
চল হারিয়ে যাই দুজনে।
নিজেদের খুঁজে নিই অতীতের সুবাসে।
চল গঙ্গার ধারে বসি হাতে হাত রেখে,
চল আবার ভেসে যাই ভুলে যাওয়া স্বপ্নের দেশে।
চল আবার বানাই ভাঙ্গা অঙ্গীকারের কিন্তসুকরোই,
নূতনের রূপ দিই হারানো সময় ।
মিথ্যে হয় মানুষ, সম্পর্ক তো নয়।
চলনা আবার নূতন করে,নূতনের গান গাই,
পাতার ভাঁজে থাকা পাথরকুচি পাতাকে
জল মাটি দিয়ে, নূতন ভাবে বাঁচতে শেখাই।
চলনা হিয়ার মাঝে আবার বিলীন হয়ে যাই,
আরও একবার।