তোর মনে আছে দীপা?
সেদিনও ছিল মেঘলা আকাশ,
হাতে হাত রেখে বসেছিলাম
ভিক্টোরিয়ার সেই বড় গাছ টার নিচে ।
কত স্বপ্ন দেখেছিলাম দুজনে।
ছিল কত গল্প , ভালোবাসা মেখে।
হঠাৎ বৃষ্টি নেমেছিল সেদিন।
বড় গাছটার নিচে তোকে বুকে আগলে রেখেছিলাম।
বৃষ্টি যেন তোকে ছুঁতে না পারে।
একটু ভিজলেই ঠাণ্ডা লেগে যায় যে তোর।
তোর সেই বেঞ্চটা মনে আছে?
যেখানে আমরা বসতাম দুজনে।
আজ সেখানে দুজন বসে আছে,
হাতে হাত রেখে গল্প করছে আমাদেরই মত।
হয়ত আমাদেরই মত স্বপ্নের জাল বুনছে।
দুজনের হাসি ওদের ভালোবাসার প্রমাণ।
দূর থেকে দেখছি ওদের, চোখ জলে ভরে যাচ্ছে।
একদিন আমরাও ছিলাম ওখানে।
মনে মনে প্রার্থনা করছি,
ওদের মাঝে যেন ঘেন্না না আসে,
ওদের স্বপ্নগুলো যেন ধ্বংস না হয় ,
ওদের মুহূর্তগুলো যেন মিথ্যে না হয়ে যায়
আমাদের মত।
কৃতকর্মের গ্লানি যেন ওদের ছুঁতে না পারে।
আমরা যা  হারিয়েছি তা যেন
ওদের হারাতে না হয়।
সব হারানোর যন্ত্রণা যেন
ভালবাসাকে সইতে না হয়।
অসম্পূর্ণ প্রেমিক হয়ে কাউকে বাঁচতে না হয়।
ভালো থাকিস দীপা,
ইতি তোর নষ্ট ভালোবাসা।