।। ভাবনা পুত্র ।।
                  # সৈকত জানা #


কোন রাগে রেখেছ আমায়
  বন্ধ ডাইরির খাঁচায়....?
    কভু দৃষ্টি পড়েনা তোমার
      আলোহীনে অন্ধকার সে বাঁসায়।
    নিশি শত......!
  গুনেছি যত..... !
একাকি ভাবনায় ফুরায় তত।


হাজারো ক্ষমা লিখেছি ...।
   ক্ষমা করাটাও শিখেছি....!
     এবার তাকাও নিঠুর প্রানে।
       বাঁধিবো পত্রে...পদ্যের লাইনে।
     এক ডাকে গিয়েছিলাম সে রাতে।
   অচেনা গলি আর
চন্দ্রালোকের সাথে ....!


বৃষ্টি তব ঝরছিল টিপটিপ
   মধুর গুঞ্জন .......
     রবে-নীরবে।
        অচেনা গলিতে
     চেনা লোকজনের ভিড়ে...
   আমার মোমবাতিটাও নিভে গেছে,
অন্ধকার নীড়ে....!!


প্রথম... রাতে ভিজেছিলাম খুব
   তোমার ডাকে।
      মনে তখন ভাবনা পুত্র
        কত কত রঙে ছবি আঁকে..!
      আমি আপ্লুত.....
    আমি ফেরিত.....
তোমারো পথ বাঁকে।
                   - -  A - -