।। তোমার সম্মান ।।  
                # সৈকত জানা@


আজ এ সমাজ বড়ই শিক্ষিত।
তব গুরুসম্নান শিষ্য ছাড়ি
পদধুলায় ভিক্ষিত.....!!
দিনে দিনে শিক্ষাও পরিনত আধুনিকে ।
হেথায় গুরুর স্থান হারিয়েছে ,
প্রতিটি মানবিকে ।।
শিক্ষা শাসনের সংজ্ঞাটা
পাল্টে গেছে আজ  ।
গুরুর প্রতি নাহি ভয়....
কভু নাহি লাজ।।


এ কেমন সমাজ.....?
শত শত স্বার্থপরীরা করেছে গ্রাস।
আশা আকাঙ্ক্ষা ভুলে কালো মিরজাফরের মেঘ এনেছে ত্রাস।
আমি কাহারে বলি........?
তুমি যে মহান....!!
ক্ষুধার্ত সম চেয়েছি তোমার পাঠদান।
এসো হে প্রভু.........!!
স্থান দিও তোমার চরনতলে।
ফিরিয়ে দিও না কভু  ।
আবার ও সবাই গাইব তোমার জয়গান।
আজীবন কাল মোর হৃদয় মাঝে
থাকিবে তোমার চিরস্থান।


তুমি দয়াময়ী...... তুমি মমতাময়ী ।
তোমার পুস্পে শোভিত এ মানবজাতি ।
নিজ স্বার্থ ছাড়ি শিক্ষাদানে মেতেছো
এ ভুবনময় মাতি ।।
কত দুঃখ কত বেদনা ভুলে ,
উন্মাদ উদ্দিপনার রোসে শিক্ষা দাও
অঝোর ধারার মতো প্রান খুলে।
তোমার কর্তব্য করেছো পালন,
রন্ধ্রে রন্ধ্রে সুগভীর জ্ঞানের ভান্ডার হতে।।
তব এ সমাজ যথার্থ মান রাখেনা তোমার।
বিকৃত মস্তিষ্কের আবির্ভাবে ,
আগামী শিক্ষার পথযে দুর্নিবার ।।


আমি নিরুপায়  !!
আমারে যে দান দিয়েছো তুমি
তার ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি,
আজও জাগে মোর ভাবনায় ।।
শত শত ঋণে জড়িয়েছ ,
শিক্ষাদানে সর্বদা সাহায্যের হাত ,
নির্দ্বিধায় বাড়িয়েছো ।।


আমি আবারও বলি।
হাজারো প্রণাম তোমার পদযুগলে ।
ঈশ্বরের কাছে প্রার্থনায় ব্রতী হই।
সর্বদা যেন তোমার পরামর্শ পাই।
কভুও ভুলিব না তোমার এ দান।
মানবী রুপে করিব তোমার সম্মান..
তোমার সম্মান..... তোমার সম্মান..!!
                     - - A - -