।। শাসনের আসন ।।
                 # সৈকত জানা #


পৃথিবীর পথে আজ
ধরেছে অস্ত্র।
নব যৌবনের বীজ
ছড়িয়েছে তত্র ।
তব মেঠেনা ক্ষুধার্ত।
মেটেনা হাহাকার।
কলম স্পর্শে প্রতিবাদেও
তবু যেন আমি নিরাকার।
হাজার বছর পরে
সভ্যতার বালুচরে.....
দাঁড়িয়ে আমি ধ্বংসের দিন গুনি।
তব এ উনিশ বসন্ত পারে
তৃপ্তির আওয়াজ পাইনা শুনি।
ধ্বংসের এই জ্বালামুখে
নই আমি সাম্রাজ্যের দাবিদার।
সকালের ফ্যানভাতে সুখী আমি।
আভিজাত্যে নেই জমিদার....!
তব যারাই নমস্কারের পেছনে ছুটে
তারাই ধন্যবাদান্তে সর্বস্ব লুটে।
নাহি শাসন !
দখলে আসন....
এই অভিনয়ের রঙ্গমঞ্চে ।
                - - A - -