।। লাল KMno4 ।।


                          # সৈকত জানা #


আমি হেরে গেছি ,
বালির দাগ আর কবিতার ফাঁকে
নীল বসন্তের গলিতে.....!
ক্লাসের ডিগ্রিরা সব মুছে ফেলে
তাদের A  গ্রেড  ।
আমি ব্যস্ত ভেজা ভাতে
কবিতার স্বাদ মেশাতে।
তোর ডাক অন্তহীন....!
শিঃগির বলে ফেল ।
বুড়ো সুর্যের বকুনি অপেক্ষা করে আছে আমার জন্যে.....!
সিক্ত ডাইরিতে চিনলি না আমাকে..?
হাফ চটি পরে শ্যাওলার বাগানে ঘুরছিলাম কত....
তোর ইন্দ্রিয় আঙুল ধরে।
রুইয়ের পটকা ছিল না যখন
কোন পুকুরে গেছিলি তুই
জলে লাল KMno4 দিতে...?
এর পরেও ডাকিনি তোকে..!
চললাম বাড়ি হতে
ব্যস্ত রাস্তার বাজারে।
আমার কবিতার লাইন হোঁচট খায়
পুরোনো জগদ্দলে তোকে দেখে।
তুই পেরিয়ে যাস উঁচু দেওয়াল আর
আমার চোখের আড়ালে.....
মনে বড়ো মাপের হৃদস্পন্দন নিয়ে....!
                   - -  Æ - -