।। এক রাত্রি ভোর ।।


        শিশির ভেজা রাত্রি পরে।
ধান সারিতে কুয়াশা ধরে।
        দাঁড়িয়ে গাছেরা মাথা নাড়ে।


       ঠান্ডা মনে যাচ্ছো কারা?
দেয়না সাড়া বলছে ওরা।
       দাঁড়াও দেখি নেইগো তাড়া।


       দেখেছ সবাই ভোরের পদ্ম ?
শোনাও তাদের রচনা গদ্য।
       জানেনা যারা ভুলেছে সদ্য।


       কামিনীর গন্ধ বাতাসে ওড়ে।    
ক্লান্ত রাত্রি ঘুমিয়ে পড়ে।
       পাখিরা জাগে আপন নীড়ে।
                     - - A - -
                                        # সৈকত #