।। এই বর্ষায় ।।


আজি শত শত ঝরিছে পানি।
বর্ষায় ভিজে ভিজে লুকোচুরি...
কত কানাকানি।
ঠান্ডা হিমের পরশ গায়ে লাগে।
কত শিহরণ, কত ভাবনা
একাকি জাগে !


তব বর্ষার বিকেলে —
ঝিম অন্ধকারে উন্মত্ত প্রানে,
শোল, শিঙি, মাগুর, কই লাফ দেয়
বদ্ধ পুকুর পেরিয়ে মাঠের
দিলখোলা জলে ...!


আর সারিবদ্ধ ভাসমান ব্যাঙের -
ঘ্যঙর ঘ্যঙর ডাক,
সত্তিই আরও একবার জাগিয়ে তোলে
আমাদের ব্যস্ত জীবনী মনকে ।
কত সুন্দর চিত্রপট
পুরো বর্ষায় মেলে ধরে এ সুগন্ধি পরিবেশে..........
তাদের সন্তানীদের কাছে।


বর্ষা ও এসে গেছে...!
মৌসুমী ও মেতে উঠেছে —
তার সর্বরুপী রুপে ।
শুধু আমাদেরই বাকি
এই নতুন বর্ষায় ভিজতে... উন্মত্তে মাততে.......,
এই ব্যস্ত দিনের ফাঁকে..!
                 - - Æ - -


                                        # সৈকত #