।। বর্ষ শোভা ।।


বর্ষার বর্ষনে
হয়েছে একি...?
দুর হতে উত্তরে বলে
এ যে আষাঢ় উঠিছে জাগি।


তাই শুনি ঝর ঝর, টপ টপ
কতনা শব্দ রঙের বাহার
সারিবদ্ধ পিঁপড়ের দল
খুঁজেছে শীতের আহার।


সময় স্রোতহারা চলিছে
ঘন পুঞ্জী মেঘ মাঝে ।
মেঘ গর্জনে পাতালপুরী
হীরক মালায় সাজে।


যে পানে তাকাই
মর্ত সর্ব ঘিরে
সবুজ সবুজ নবীনেরা
উঁকি দিচ্ছে পেছন ফিরে।


অকষ্যাৎ বাদলের চাদরে
জড়িত বিকেলের রবি !
প্রকৃতির কোলে ব্যস্ত ভাগ্যবান
অঙ্কনরত ছবি.........!
                     - - Æ - -


                                     সৈকত জানা