।। বর্ষায় মৌসুমী ।।


বৃষ্টি নেমেছে শহরে।
ঘন কালো অন্ধকার।
নেই বিদ্যুৎ, নেই সিনেমা।
শহুরেদের মনে অশান্তি করে চিৎকার।


কিন্তু আবার......
বর্ষা নেমেছে সবুজ গ্রামে।
ঝিঁঝিঁ পোকারাও ডাকতে
শুরু করেছে......!


বিদ্যুৎকে হার মানিয়ে জোনাকিরা
যে জ্বলে উঠেছে নিজ উদ্দিপনায়,
গাছেদের চুড়ায় ডালে
পাতায় পাতায়.... !


কত সুন্দর সবুজ সোঁদা গন্ধ
ছড়ায় মাটি হতে অনন্ত অন্তরীক্ষে।
আর শহরে বৃষ্টি যে
শোকের প্রতিক...!


জল নোঙরা, কটু গন্ধ —
আরও কত সব বৈশিষ্ট্য........!
কিন্তু পল্লী-গ্রামে যে এ হয় না।
সর্বদা বর্ষা আপন !


তাই মৌসুমী দায়ে বিচারে
শহরে দু-এক পশলা ঝরলেও
যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই সবুজ শান্ত গ্রামে ফিরে আসে.......!


সারা বর্ষার কালটা গ্রামের এদিক ওদিক ঘুরে ফিরে কাটায়।
সত্যিই মৌসুমী সর্বদা আপন !
এবারও শত শুভাকামনা রইল তারে.....
আমারও হৃদয় অনিলে.......!
                    - - Æ - -


                                      #  সৈকত  #