দুর্বার গন্ধে গন্ধে
কত রঙ রুপীরা
আসে ছন্দে ছন্দে....!
মিলায়ে মিলিবে
এই রাজতরনীর তলে।
নিজ জন্মভূমির সীমানা ছাড়ি
সুগন্ধি যেথায় দিয়েছে পাড়ি ,
অকৃপণতার কার্পনে।
শীর্ষে করি অর্ঘ অর্পণে।
দু-নয়নে বাঁধী তারে
কাল্পনিক মায়াজালে।
না জানি কোন নরাধমের কবলে
জর্জরিত "দুর্বার সুগন্ধ "......!!
বিনা বসন্তে ঝরে কত আকন্দ।
নানা পতঙ্গ সমাহারে
প্রশ্ন জাগে মনে —
এত সুগন্ধ কাহারে চুষে
দুষিত করে নির্বিচারে.....?
নেবে আর নিয়ে যাবে
নিজেদের সৎদেশে.......!!
           - - Æ- -  
                            সৈকত জানা