।। আমি বাঙালি ।।
                        # সৈকত জানা #


গঙ্গার বুকে মাথা রেখে
শত প্রহর গুনেছি...
নিরামিষ মাছের ঝোল মেখে !!
এ বাঙালির বড্ড স্বভাব।
মাছের ঝোল পেয়েও
হরিভোজিদের মন করে বলে
সবই হল শুধু একটু তৃপ্তির অভাব।
কিন্তু বাঙালি যে বিশ্ব বাংলার রুপকার।
শত প্রতিভা শত সম্মানে খুলেছে বিশ্বদ্বার।
আমাদের গর্ব জাগে....
ভাতৃদ্বয়ের রাগে অনুরাগে।
স্বদেশ ছেড়ে বিদেশ ভুমিতে
সর্বোপরি বাঙালি ছোঁয়া লাগে।
উত্তরে সুবৃহৎ হিমালয়,
যেথা বঙ্গোপসাগর বেঁধেছে
চরনে আলয়।
সৃষ্টিতে ধরনীতে অদ্বিতীয়।
কোথাও নেই এরুপ জাতীয়।
ভারত পুর্বে আছে তাই  ।
যা না চাই তাহাই পাই।
শষ্যশ্যামলেও বাহার আনে
কত মধুর কত আনন্দ বাংলার গানে।
তাই ভরা বুকে বলি
আমি গর্বিত...... আমি বাঙালি।
                  - - A - -