স্বাধীনতা তুমি, বাসন্তি মালায় হাজার স্বপ্ন গাঁথা,
স্বাধীনতা তুমি, ছায়া ঘেরা তরু সবুজ সবুজ পাতা।
স্বাধীনতা তুমি, দলীয় সঙ্গীত, হাজার কণ্ঠের সুর,
স্বাধীনতা তুমি, কাঙ্খিত সুখ, বেদনায় ভরপুর।


স্বাধীনতা তুমি, ভোরের পাখি, সবার আঙ্গীনায় আসা,
স্বাধীনতা তুমি, রূপালী চাঁদ, রাতের পুকুরে ভাসা।
স্বাধীনতা তুমি, ফসলের মাঠ, শুকনো হাসির দোল,
স্বাধীনতা তুমি, পারের খেয়া, শ্যামল মায়ের কোল।


স্বাধীনতা তুমি, মুক্ত বিহঙ্গ, নীল আকাশে উড়া,
স্বাধীনতা তুমি, জুঁই চামেলি, মিষ্টি হাওয়ায় ঘেরা।
স্বাধীনতা তুমি, মুক্ত বাছুর, লাফাউ উঠান জুড়ে,
স্বাধীনতা তুমি, রঙ্গিন ঘুড়ি, উড়াও বহু দূরে।


স্বাধীনতা তুমি, একটি সূর্য, রক্তে ভেজা লাল,
স্বাধীনতা তুমি, আমার হয়ে বেঁচে থাকো চিরকাল।
স্বাধীনতা তুমি, নবীন বধু, লাজুক নদের ডুব,
স্বাধীনতা তুমি, মুক্ত আকাশ, আমার প্রিয় খুব।


স্বাধীনতা তুমি, বিবিক্ষ ব্যাথা, রক্তে ভেজা মুখ,
স্বাধীনতা তুমি, আমার ভাইয়ের বুলেট বিদীর্ণ বুক।
স্বাধীনতা তুমি, একটি নদী, লাশের মিছিলে ভাসা,
স্বাধীনতা তুমি, তাজা রক্তের পদচিহ্ন এঁকে আসা।