তোমার কুলে রাখিয়া মাথা
চাঁদের সাথে কথা বলি
আচমকা দেখি চাঁদ লুকিয়েছে
তুমিও গিয়েছো চলি।


নিমিষে কোথা হারালে তুমি
ফুরালো মুখের ভাষা
পালিয়ে গেলো সুখ পাখিটা
হারালো মনের আশা।


সেদিনের সেই সু-কথার পর
নির্বাক হই আমি
কেউত জানে না মনের আকুতি
জানে অন্তর্যামী।


সেদিনের পর হৃদাকাশ মোর
পড়লো নুয়ে নুয়ে
হাসিগুলো সব বৃষ্টি হলো
সাদা মেঘ ছুঁয়ে ছুঁয়ে।


কষ্টেরা সব উথলে উঠে
আকাশ নীলে ঢেউ
নীল তরঙ্গে হারালাম আমি
খবর নিলো না কেউ।