তাওবা করার সুযোগ দিও মালিক
তোমার নামের কালমা মুখে নিয়ে
ঈমান নিয়ে মরতে পারি যেন
শাহাদাতের অমীয় সুধা পিয়ে।


জীবন ভরা পাপের যত কালি
মুছে দিও সব দম ফুড়াবার আগে
অন্ধ ঘরের আমল সামান যত
মালিক তুমি সব দিও মোর ভাগে।
যেন আটকে না যাই সেথায় গিয়ে।


কেবল তোমার দয়া অসীম জানি
হই না নিরাশ তাই কখনো কভু
ভুলে ভুলে জীবন হলো সারা
দুহাত ধরে নাও কাছে নাও প্রভু।
দুচোখ যেন মুদি ঈমান নিয়ে।