শোভাযাত্রায় মঙ্গল আসেনা
প্রদীপ যতই জ্বালো
মঙ্গল আসে সেথা,যেথায়
আছে সত্যের আলো।


অমঙ্গলকে ডাকিয়া আনো
শোভাযাত্রা করে
কত বাড়ি-ঘর যায় হারিয়ে
কাল বোশেখী ঝড়ে।


কত জনাই ত বছরে বছরে
হারায় তাদের স্বজন
বানের টানে ভাসিয়ে গেলেও
তার খবর রাখে ক'জন।


তোরা থাকিস শহরে নগরে
শক্ত দালান পরে
অমঙ্গল সব ডাকিয়া আনিস
আমার মাটির ঘরে।


এসো হে বৈশাখ এসো এসো করে
গানে-সুরে ডাকিস
বৈশাখে যার কপাল পুড়ে
তার কি খবর রাখিস?