একুশ আমার একুশ তোমার একুশ সর্বজনার
একুশ শুধু নয়তো দিবস একুশ হলো জানার।


বায়ান্নোরই একুশের দিন বাংলা আটই ফাগুন
বাংলা হবে রাষ্ট্রভাষা জাগলো মনে আগুন।


সভা মিছিলে সারা হলো দেশ বাংলা হবে ভাষা
বাংলায় হবে ভাবের আদান বাংলায় পুরবে আশা।


বজ্রহুংকারে ছুটিলো মিছিল অলি-গলি-রাজপথ
কাঁপিয়া উঠিলো জালিমের তখত,পাঠাইলো দুর্মদ।


দুর্মদেরা চালালো গুলি নির্দয় পশুর মত
জরে পড়ে হায় তাজা প্রাণগুলি আহত হত শত।


সালাম রফিক জব্বারের খুনে রন্জিত হলো পথ
রক্ত নদীতে যুক্ত হলো ওলিউল্লাহ,সাফিউর,বরকত।



লেখা:২১ ফেব্রুয়ারী ২০১৭