ভাষন হলো জাগলো সাড়া প্রাণে
ঐতিহাসিক সাতই মার্চ রেসকোর্স ময়দানে।


লড়াই হবে বাচার ,লড়াই স্বাধীনতার
আহবানে পড়লো সাড়া সাড়ে সাত কুটি জনতার।


বাঁশের লাটি তৈরী হলো গ্রামে
জীবন দেবে জীবন নেবে বাংলাদেশের প্রেমে।


ভাই বেরাদর সৈনিক সেজে রয়
হানবে আঘাত ভাঙতে শিকল নেতা যখন কয়।


ডাক পড়িবে যুদ্ধে যাবার তরে
অপেক্ষাতে প্রহর গুনে বাংলার ঘরে ঘরে।


কালো রাতের কালো পঁচিশ মার্চ
হানাদাররা ঝাঁপিয়ে পড়ে করলো সর্বনাশ।


ঢাকার বুকে লাশ পড়লো কত
কত ভাইয়ের বুক ঝাঁঝরা হলো কত লাশ বিক্ষত।


বন্দি হলেন বাংলার শার্দুল
ভাবলো তারা বাংগালীরা হারাবে এবার কুল।


মিথ্যে হলো হানাদারদের শান
জিয়ার কন্ঠে ভেসে উঠলো স্বাধীনতার গান।