বাতাসে পোড়া বারুদের গন্ধ
আকাশের গায় হাহাকার-করুন রোদন
রক্ত-লাশে রঞ্জিত বাংলার পথ-ঘাট-মাঠ প্রান্তর।


মায়ের আঁচল ছেড়া-ছিন্ন
সম্ভ্রমহারা বোনের নিলাভ আখিযুগল
রক্তনদীতে ভাসাতে জুলুম, উদ্বেলিত ভাইয়ের অন্তর।


গ্রাম শহরে দাউদাউ অনল
ঘর-বাড়ি, অফিস-আদালত সব ছারখার
প্রতিরোধ-প্রতিশোধের দীপ্তশিখা জেগেছে সবার ভেতর।


ঠা-ঠা-ঠা রব পাড়ায় পাড়ায়
মাটি, আকাশ, জলে হানাদারের উল্লাস।
জয়বাংলা শ্লোগানে মুখরিত সব স্বাধীনতার কথায় সরব।


কুলের শিশু ভুলেছে হারানোর ব্যাথা
স্বামীহারা নব্য বধুর চোখে স্বপ্নের ঝিলিক
তরুন,যুবা,বৃদ্ধের হাতে উড়ছে কেতন বিজয়ের।