সারাদিন কাম করে
দিনমজুর যা  পায়
তাই দিয়ে কোনোমতে
সংসারটা চালায়।


চাল কিনলে ডাল নেই
নেই তরিতরকারি
নুন নেই তেল নেই
যা অতি দরকারি।


বড়মাছ গোস্তের
দেখা নাই কতদিন
শাকসবজীর দামটাও
বাড়ছে যে দিন দিন।


এক হালি ডিম নিলে
আশি টাকা কয় দর
দাম শুনে দিনমজুর
গায়েতে উঠে জ্বর।


পরনের লুঙ্গিটা
অনেকখানি ছিড়েছে
কেমনে কি করে তাই
দুশ্চিন্তা ভিড়েছে।