বুকের মাঝে হিংসা পুষে অন্যকে করি হেলা
স্বপ্ন বুনি ভাসিয়ে দিতে সত্য সুন্দরের ভেলা।


অহমিকার চাদর মুড়ি অন্যকে সদোপদেশ
আপন মনে কেউকেটা কেউ নিজেই যেন বুঝি বেশ।


রগছটা ঐ মেজাজ নিয়ে সমাজ বদলেরি গান
উড়াই শুধু শুন্যে ফানুষ মারি হেইয়া হেইয়া টান।


মিষ্টি মধুর কথার মাঝে অন্তরেতে লুকিয়ে বিষ
অনেক ভালো মানুষ সাজি দিবানিশি অহর্নিশ।


মিথ্যা রংয়ের রং ছড়িয়ে অন্যকে চাই সাজাতে
পরের রঙিন ঢুল কেড়ে নিই নিজের ঢুলটা বাজাতে।


মুখোশ যখন খুলবে মনা পড়বি ধরা লোকালয়
অশ্বডিমের মতন হবে তোমার মিথ্যা আপনালয়।