তুমি আকাশ চেয়েছিলে
আকাশটা তোমার মাথার উপর ছুটে এসেছিলো
তুমি পা উঁচু করে ছুঁয়ে নিলে না।


তুমি চাঁদ চেয়েছিলে
চাঁদের বুড়ি ঘুমটা সরিয়ে আলোর পেখম মেলেছিলো
তুমি খিড়কি খুলে দেখলে না।


তুমি জ্যোৎস্নায় ভিজতে চেয়েছিলে
জ্যোৎস্নারা সব তোমার দাওয়ায় লুটোপুটি খেয়েছিলো
তুমি কপাট খুলে ভিজলে না।


তুমি গোলাপ চেয়েছিলে
বাগানের সব গোলাপ মালা হয়ে শাখায় ঝুলছিলো
তুমি হাত বাড়িয়ে গলায় পরলে না।


তুমি সৌরভ চেয়েছিলে
হাসনাহেনা তার সমস্ত সৌরভ ঢেলে দিয়েছিলো
তুমি অবজ্ঞা করে গায়ে মাখলে না।


তুমি বৃষ্টি চেয়েছিলে
মেঘমালা তড়িৎ ঝরঝর করে বৃষ্টি ঝরিয়েছিলো
তুমি ভিজে যাবে বলে নাইলে না।


তুমি গান শুনতে চেয়েছিলে
কুকিল মিষ্টি সুরে কুহু কুহু গান ধরেছিলো
তুমি ইচ্ছে করে কান পাতলে না।


তুমি ভালবাসা চেয়েছিলে
জগতের সব ভালবাসা তোমায় দেয়া হয়েছিলো
তুমি অহংকারী বলে গ্রহণ করলেনা।