এই ত সেদিন আসলে ধরায় ঘর করে উজালা
বাবা মায়ের মুখের হাসি প্রাণে সুখের দুলা।


আগমনের খরব শুনে ধুম পড়িলো গায়ে
সুখের আবেশ ছড়িয়ে দিলো পুবালী এক বায়ে।


চাঁদের বুড়ি মুছকি হেসে চুমোয় তোমার গালে
সন্ধ্যা রাতের হাজার তারা ঝুলোয় সোনা গলে।


গোলাপ জবা হাসনাহেনা রং ছড়িয়ে দিলো
প্রজাপতির মিছিল শুরু কে এলো কে এলো।


ময়ূর নাচে পেখম মেলে দোয়েল কুয়েল সাথে
টুনটুনিটা ঝিংগের শাখায় সুরের মালা গাথে।


এমন সুখের পরশখানি না কাটিতেই রেশ
দশটি বছর পেরিয়ে তুমি হচ্ছ বড় বেশ।


মানুষ হবে অনেক বড় জগতজোড়া খ্যাতি
অমানিশা দুর করিবে ছড়িয়ে আলোর দ্যুতি।