কবি ও আলোচকদের শুভেচ্ছা।
শুভেচ্ছা এডমিনদের, বাংলা কবিতা নামে একটি প্লাটফর্ম দিয়ে আমাদের সবাইকে সাহিত্যের জগতে আচরণ বিচরণের সুযোগ করে দিয়েছেন।
প্রতিদিন অসংখ্য নতুন নতুন কবিতা এই পেইজে চাষ হচ্ছে। আমিও মাঝে মধ্যে দু'একটি চারা রোপন করে থাকি। অনেকেই মন্তব্য দিয়ে উতসাহিত করে থাকেন। তাদের ভালবাসায় প্রীত আমি। প্রবাসী বলে অনেকের লেখায় মন্তব্য করতে পারি না সময়ের অভাবে। তবে ভালো লাগে,পড়ি এবং তাদের মত করে লিখার চেষ্টা করি।
অনেক সময় দেখি, আমার কিংবা অন্য কারো কবিতায় অনেকেই মন্তব্য দিয়ে থাকেন, বানান ঠিক করেন, বানান শুদ্ধ হয় নি, সাধু ও চলিত ভাষার মিশ্রণ হয়েছে,ইত্যাদি।কিন্তু তারা সঠিক টাও লিখে দেন না। লেখক যদি জানতেই পারতেন কোনটা ভুল হয়েছে তাহলে তিনি কি ভুলটা করতেন।করতেন না।তাই, যারা এই মন্তব্য করে থাকেন তাদের প্রতি আমার আকুল আবেদন, আমার কবিতায় এই সমস্যাগুলো দেখলে আমাকে ধরিয়ে দিবেন সঠিক বানানটা লিখে দিয়ে। আমি কৃতজ্ঞ চিত্তে তা গ্রহণ করবো। আবারো ধন্যবাদ সবাইকে।