একটা রামাদ্বানের লিফলেট বানাবো তাই বসে আছি এক ভাইয়ের দোকানে। কথায় কথায় জানতে পারলাম তার একটা সন্তান আছে দেশে। যে সন্তানটা এ সুন্দর পৃথিবীতে আগমনের কিছু সময়ের মধ্যে তার মা মারা গিয়েছেন। তার জন্মের সময় বাবাও কাছে ছিলেন না এবং আজ ৪ বছর হয় তিনি তার সন্তানকে কোলে নেননি। সেখানে বসে বসেই শিশুর মনের কষ্ট গুলো নামে একটি কবিতা লিখি। আসলে শিশুটার কথা শুনে আমার খুবই কষ্ট  হয়েছিলো। যদিও শিশুটা ভালো এবং আরামে আয়েশে আছে তবুও তার মা নেই এবং জন্মের সময়ই মারা গেছেন শুনার পর অনেক অনেক কষ্ট জমা হলো বুকে। সেই কষ্টগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। শুনেছি কষ্ট শেয়ার করলে একটু লাঘব হয়। আর হা,কবিতা বুঝি এভাবেই বেরিয়ে আসে ।  


http://www.bangla-kobita.com/saiful81/post20140612033630/