আমার যেদিন জন্ম হলো এ দুনিয়ার উপরে
মা যে আমার গত হলো কয়েক মিনিট পরে।

কেমন ছিলো মা'টি আমার কেমন তাহার মুখ
মায়ের মধুর মুখটি শুধু দেখলোনা মোর চোখ।

দশটি মাসে যতন করে গর্ভে রাখে মায়
বাঁধন ছিড়ে হারিয়ে গেলো কেমনে পুরি দায়।

বাবা আছে ঐ সুদুরে অনেক দিন আজ হয়
আমার যত দুঃখ আছে মনেই শুধু রয়।

আসবে বাবা জানি একদিন আমায় নিবে কোলে
আদর দেবে চুমো দেবে মুখটি আমার তুলে।

এমন একটি দিনের তরে অপেক্ষাতে আমি
সেই দিনটি কবুল কর হে মোর অন্তর্যামি।



(এই কবিতাটি আমার এক বন্ধুসম ভাইয়ের বাচ্চাকে উৎসর্গ করে। যার মা তার জন্মের কিছু সময় পরে মারা যান এবং বাবা দীর্ঘদিন থেকে প্রবাসে আছেন)