তার কথার চেয়ে কার কথা আর ভালো
যে শুধু আল্লাহর পথে ডাকে
সৎ আমল করে সে তার জীবন ভরে
নিজেকে মুসলিম বলে হাঁকে।


জীবনের বিনিময়ে জান্নাত কিনে লয়
সম্মুখে নির্ভীক চলে
বিপদ আপদ এলে,দু'পায়ে সব দলে
জীবনের কথা শুধু বলে।
শত দুঃখ যাতনায় প্রশান্ত হৃদয়ে
আল্লায় ভরসা রাখে।


আলেয়ার পিছু কভু ছুটে না
আধারের সাথে করে না আপোষ
আলোর সন্ধানে নির্মোহ যে জন
পথের বাঁকে সে হারায় না ত হুশ।


মৃত্যুকে হাতে নিয়ে ছুটে যায় মুসলিম
কুরানের কথা সদা মুখে
দু'চোখের কামনায় জান্নাত ভেসে উঠে
কে বল আর তারে রুখে।
জীবন বাজি রাখে দ্বীনের পথে,
রসুলের পথে সে থাকে।