আবার আসছে ধেয়ে বান
তলিয়ে যাবে ঘর বাড়ি সব,হারাবে ক'প্রাণ
                           আসছে ধেয়ে বান।


কঠিন থেকে কঠিন হবে বাচাতে জীবন মান
                            আসছে ধেয়ে বান।


আবার ভাসবে জলে সবই
গবাদিপশু,ধানের মাড়াই, ভোরের সোনার রবি
                               ভাসবে জলে সবই।


হারিয়ে যাবে মন মাতানো আমার দেশের ছবি
                               ভাসবে জলে সবই।


আবার জমবে খেলা ভালো
রাজনীতিকরা ফিরে পাবে ভাষণ দেয়ার আলো
                              জমবে খেলা ভালো।


ত্রাণের টাকায় ভাগ বসাবে দিলগুলো যার কালো
                                জমবে খেলা ভালো।


আবার বাড়বে দরিদ্রতা
ঘর বাড়ি সব হারিয়ে সবে, হাত পাতবে যথা
                                বাড়বে দরিদ্রতা।


লাগবে সময় ফিরে পেতে জীবনের সজীবতা
                                বাড়বে দরিদ্রতা।