কথায় কাজে মিল না যদি থাকে
সামনে চল মিছের ফাঁকে ফাঁকে
পারবে না ত যেতে অনেক দূর
কেটে যাবে জীবন বাশির সুর...


ছলচাতুরি যতই কর তুমি
হয়ত সাগর করবে মরুভূমি
কিন্তু ধরা পড়বেই আপনজনে
করবে ঘৃণা তোমায় মনে মনে।
অবিশ্বাসে করবে যে দূর দূর...


থাকবে না ত সামান্য বিশ্বাস
করবে সবে শুধুই উপহাস
নিজের উপর আসবে হেলা নেমে
সামনে চলার সুপথ যাবে থেমে।


না হয় তোমার কাজ হল কিছু কম
কথায় কাজে মিল রেখে হরদম
তখন ভালোবাসবে জনে জনে
ফুল পাখিরাও হাসবে তোমার সনে।
পাবে তুমি আল্লাহ তায়ালার নুর...
ফুলে ফলে জীবনটা ভরপুর