আজ কতদিন হয় পাখিটা গান গায় না ।
কত বসন্ত এলো গেলো
কত কৃষ্ণচূড়া লাল বর্ণ ধারণ করে আবার বিবর্ণ হয়েছে
কত মেঘ আকাশে ভেসে বেড়িয়েছে
কত মেঘ পালিয়েছে,কিছু বৃষ্টি হয়ে ঝরেছে
কত প্রখর রোদ্রতা মাটিকে চৌচির করেছে
কত শিশিরবিন্দু দুর্বাঘাসে লুটোপুটি খেয়েছে
শুধু পাখিটা গান গায় না।


পাখিটার কত সাথী হারিয়ে গিয়েছে তেপান্তরে
কত সাথী কিচিরমিচির করে ঘুমিয়ে পড়েছে
কত সাথী একবুক দুঃখ নিয়ে তাকিয়ে আছে আকাশের পানে
কত সাথী নির্ঘুম পথ ছুটে চলেছে
কতশত সাথী অপেক্ষার প্রহর গুনছে গান শুনবে বলে।


একদা
পাখিটার গান শুনে আকাশের ফেরেস্তারা উল্লাশ করে
পাখিটার গান শুনে শয়তান পালায় দূরান্তরে
পাখিটার গান শুনে আল্লাহর গোলামেরা উজান বৈঠা বায়
পাখিটার গান শুনে যুবকেরা জানতে পারে নিজেকে,স্রষ্টাকে
পাখিটার গান শুনে ঘুম ভাংগে হাজারো বনি আদমের
পাখিটার গান শুনে কন্ঠে কন্ঠে বাজে "আল্লাহু আকবার"
হায়, আজ কতদিন হয় পাখিটা গান করে না।