কাশফুল খায় দুল
কবি পদচারণায়
নেয় কেড়ে মনটাকে
ছন্দ সুরের বর্ণনায়।


কবিতারা মেঘ হয়ে
কাশফুলের আকাশে
উড়ে যায় নিত্যদিনে,
গন্ধ ছড়ায় বাতাসে।


আসে কত নব কবি
পুরাতনের ভীড়েতে
মুগ্ধতা ঢেলে দেয়
লেখনির যাদুতে।


নতুন আর পুরাতনে
সবে মিলে একাকার
কাশফুলে কবি আছে,
আছে কত ছড়াকার।



(ছড়াটা কাশফুল নামক সাহিত্য ম্যাগাজিনের জন্য লিখেছিলাম।)