যখন কেউ পাশে থাকবে না
কেউ ডাক শুনবে না
তখন তুমি কাছে থেকো হে প্রিয়
তুমি মোরে আপন করে নিয়।


ঘোর আঁধারের ঘরে আসবেনা কেউ
আসবে না জানি জ্বালাতে আলো
চারিদিক শুন্যতায় ভরবে যখন
দু'চোখে নামবে আধার কালো
তখন তুমি আলো জ্বেলে দিয়
তুমি মোরে আপন করে নিয়।


পুলসিরাতের ঘাটে বাঁধা যদি পরে যাই
কাউকে ত পাবোনা হাত ধরিবার
কেউ ত আসবেনা দু হাত বারিয়ে
আমাকে করে দিতে ঘাট পারাপার
তখন তুমি পার করে দিয়
তুমি মোরে আপন করে নিয়।


শেষ বিচারের দিনে যদিগো ধরা পরি
গুনাহের পাল্লাটা যদি ভারী হয়
কেউ ফিরে তাকাবেনা পুন্যতা নিয়ে যখন
আমাকে ভালবেসে স্নেহ মমতায়
তখন তুমি মাফ করে দিয়
তুমি মোরে আপন করে নিয়।