ইচ্ছে হলেই বলতে পারো না সব
মন চাইলেই খাইতে পারো না
জেনে নাও কি হুকুম দিয়েছেন রব্ব
রব্বের হুকুম স্মরণ করো না।


ইচ্ছে হলেই নাড়তে পারো না হাত
ধরতে পারো না চাইলো মনে যা
ধরতে গেলেই আসবে প্রতিঘাত
হাতের হুকুম জেনে নাও লেখা যা।


ইচ্ছে হলেই চলতে পারো না সেথা
হাটতে পারোনা তোমার ইচ্ছেমত
হালাল হারাম লুকিয়ে আছে যেথা
চলতে হবে আল্লাহর খুশি মত।


ইচ্ছে হলেই দেখতে পারো না সবি
রংচংগা এই দুনিয়ার যতকিছু
চক্ষু তোমার দেখতে চাইবে খুবি
অশ্লীলতা তোমার  পিছুপিছু।


ইচ্ছে হলেই শুকতে পারো না ঘ্রাণ
শুনতে পারোনা নিজের মত করে
সবকিছুতে খুঁজবে নাকো প্রাণ
সদায় তুমি আল্লাহকে নাও স্মরে।