আমার গায়ের কথা বলি,
রাত বি রাতে যেই গায়েতে নির্ভয়ে পথ চলি।
যেই গায়েতে পাখনা মেলে পাখপাখালির সনে
কাটতো বেলা উদাম পায়ে শাল তমালের বনে।
ভোর বিহানে সখ্য করে পুবের আকাশ জুড়ে
সুর্যি মামা জাগত যখন, দুচোখ ঘুমে পুড়ে।
কিচিরমিচির সুরের তালে নাচত আমার মন
টুনটুনিটা মাচায় যখন খেলত সারাক্ষণ।
আমার গায়ের মেঠো পথের গন্ধ ধুলো বালির
আজও শুকি তনু মোনে অতীত যে স্বর্ণালীর।
নারকেলের ঐ ছইয়ে ছড়ে পুকুর ঘাটের ঝাপ
পড়লো দূরে কে কতদূর কে দিত তার মাপ?
ঝাঁপাঝাঁপি ধাপাধাপি ফেদুল গায়ে মেখে
পালিয়ে যেতাম জানটা নিয়ে কেউ যদি যায় দেখে।
আমার গায়ের সবার বাড়ি লাগত নিজের বাড়ি
সব উঠুনে খেলতে যেতাম কেউ দিত না ঝাড়ি।
বলতো না কেউ কটু কথা গায়ের জোয়ান বুড়ো
আদর সোহাগ ভালবাসায় গাও জড়ানো পুরো।
আজকে গায়ে পড়ছে ঢুকে রাজনীতির ঐ খেলা
যে যার দলের জন্যে খেলে অন্যে অবহেলা।
জানি আমি জানি এখন গাও খানি নেই মোর
ভাই বেরাদার পাড়া পড়শি সবাই এখন পর।