ও বাবা, আমার বাবা
আজ কতদিন তুমি আছো দুরে
দূর বহুদূর ঐ সীমানার পরে।


খোকা তুই কোথা আছিস বাড়ি এলে না
দুপুর গড়িয়ে গেল ভাত খেলি না
কেউ ডাকে না সেই মধুর সুরে
আজ কতদিন তুমি আছো দূরে ।


রাতে কেন দেরি হলো ফিরতে ঘরে
জানতে চায় না কেউ হাতটি ধরে
কেউ বকে না সেই শাসনের সুরে
আজ কতদিন তুমি আছো দূরে।


জীবনের প্রতি বাঁকে তোমার শাসন
মায়া মমতায় ছিলে কতনা আপন
কেউ বলেনা কথা স্নেহের সুরে
আজ কতদিন তুমি আছো দূরে ।