বাপ পুত একসাথে
আছেন খুব রঙ্গে
ক্যামেরার পেছনে
পুতের মা ও সঙ্গে।


নীল রঙের টি শার্টে
লাগছে না মন্দ
ছবি দেখে তাই মনে
জেগে উঠে ছন্দ।


নব্বইয়ের দশকে যে
লড়াকু রাজপথে
মিছিলে শ্লোগান শুনি
এখনো কান পেতে।


সীমাহীন শূন্যতায়
অপলক নয়নে
খুঁজেন কী নীলিমায়
বলুন ত বয়ানে।


করোনার বিষাদে
মন বুঝি ত্যাক্ত?
মরিচের গা ছুয়ে
করে দিন ব্যাক্ত।


(ছড়াটা আমার এক প্রিয় ভাইকে নিয়ে লেখা)