তুমি অনেক বড় হও,বরেণ্য হও
তোমার নাম-ডাক হোক আকাশছোঁয়া
তাতে আমার কোনো আপত্তি নেই,
আমার আপত্তি সেখানে
আমাকে গালি দিয়ে, আমাকে ছোট করে
তুমি বরেণ্য হতে যেয়ো না।


এই যে তোমাকে তুমি করে বলছি
এটা তোমাকে ছোট করা নয়, এ আমার ভালবাসা
তোমাকে ভালবাসি,ভালবাসি বলেই তুমি বলছি
একদিন তোমাকে আপনি করে বলতে চাই
তুমি ততটাই বড় হও।
সেদিন, আমাকে আবার তুই করে ডাকবি না
এখানেই আমার আপত্তি।


তোমার মান-যশ-খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ুক
তোমার সাথে কথা বলতে, হাতে হাত রাখতে
তোমাকে সালাম দিতে সাধারণ্যে প্রতিযোগিতা হোক
তাতে আমার ন্যুনতম আপত্তি নেই,
তবে, আমার সালামের জন্য লালায়িত হয়ো না
হাত মিলিয়ে রুমাল দিয়ে হাত মুছো না
সামান্যতম নাক ছিটানোতেই আমার যত আপত্তি।