ওহে মানুষ শোনো
তোমরা যেমন আদমের জাত,আমিও ত
                                    নই ভিন্ন কোনো।


তোমাদের শিরায় যে লহু বহে নিশ্চিত সে ত লাল
আমিও দেখেছি তেমনি কিছু মোর বহিছে চিরকাল।


তোমাদের যেমনি মনের ক্ষুধা, পেটের ক্ষুধা আছে
ক্ষুধ পিপাসায় আমিও মরি-ঘুরি তোমাদের পাশে পাশে।


তোমাদের গা ব্যথায় চেহারা যেমনি কোঁকড়ে উঠে
ব্যথা বেদনায় তেমনি আমার যন্ত্রনার ফুল ফুটে।


তোমাদের সব সুখ সঞ্চিতে অবিরাম পথ ছুটো
তেমনি আবার সুখের লাগিয়া আমাদের সব লুটো।


নিয়তি আমায় ভিখারী করেছে,হয়েছি পথের টোকাই
পথে পথে তাই সুখ খুজে বেড়াই,ফুটপাতে দুঃখ লুকাই।