তুমি জাগলেই শুরু হবে মিছিল
তুমি শ্লোগান ধরলেই লক্ষ সাহসী কোরাস তুলবে-আল্লাহু আকবার।
রাজপথ-অলিতে গলিতে তোমার পদচিহ্ন একে দাও;
দেখ, মুখরিত হয়ে উঠবে ঘুমের পাড়া।
স্রোতের উজানে বৈঠা ধর, খড়কুটোরা ভেসে যাক  জোয়ারের ভাটায়।
দিগন্তে লালিমা দেখে ভেবনা আঁধার নামবে
দেখ, লালিমায় কার রক্ত, তোমার ভাইয়ের।
এই রক্তের উৎস হাবিলের রক্ত ঝর্ণা থেকে
কাল বেয়ে স্রোতধারা তার গতি বাড়িয়েছে।
রাতের আধার পেরিয়ে ভোরের সোনালী আভাটা তুমি হও
ঝলমলে আলোয় ভেসে উঠুক দুনিয়া
লক্ষ তারার মাঝে চাঁদ হয়ে তুমি হেসে উঠো
মায়াময় জ্যোৎস্নায় প্লাবিত হোক মাটির পৃথিবী। 
শুধু তোমাকে জাগতে হবে হে আগামীর রাহবার।