ইদানিং তোমাকে আমার মনে পড়ে না
না কোন সময়ে, না কোন প্রহরে
বৃষ্টির তুমুল শব্দে মেঘের ভিড়ে তোমার
মুখটা বারবার হারিয়ে যায়-


অথচ একদিন
এমন ছিল শূন্যতার অলিন্দে
তুমিই গাইতে গান দিনমান আমার ভিতরে,
ঘোর লাগা রাতে তুমিই ছিলে প্রশান্তির
বাতাস, থমকে যাওয়া দিনে তুমিই
হেই হেই করে তাড়াতে হতাশার
ঈগল- যেন শত দূর থেকে নিয়ে এসেছো
যাবতীয় স্বপ্ন সাধ আমারই জন্যে শুধু
আর কারো জন্য নয়।


এখন দেখো স্মৃতি গুলোই
আছে শুধু যার স্মৃতি তাকেও
কী ঘৃণা-
মানুষ না পেলে এমনি
হোক না তা কালিক স্মৃতিপূজা
বা ক্ষনিকের সব- প্রেমিকা।