তুমি আছো, আমি আছি, সবই আছে,
ছিলাম না আমি, ছিল না তো কেউ,
কেবল ছিলে তুমি,
থাকবো না আমি, রবে না তো কেউ,
কেবল থাকবে তুমি।
তুমি আছো, আমি আছি, আমার শরীর আছে,
প্রতিটা নিঃশ্বাস আমায় বলে দেয়
তোমার অস্তিত্ব, বিরাজে আমার মাঝে।
তুমি চিরঞ্জীব, চিরস্থায়ী, অবিনশ্বর,
অতিত, বর্তমান, ভবিষ্যৎ, তুমি নিরন্তর।
তুমি একক, অদ্বিতীয়, তুমি লা শরীক,
ভূলোকে দুলোকে, যা কিছু আছে,
সৃষ্টি তোমার, তুমিই সকল সৃষ্টির মালিক।
পাহাড় পর্বত, বৃক্ষ রাজি, গ্রহ নক্ষত্র
অবিরত রয়েছে তারা সেজদা অবনত।
সকল প্রশংসা কেবলই তোমার জন্য
ত্রুটি মুক্ত, মহাপবিত্র, নয় কেউ তোমার সমকক্ষ।
সকল সৃষ্টির ভাগ্য বিধাতা, তুমিই রিজিক দাতা,
সৃষ্টি জগত তোমার জিকিরে মশগুল রয়েছে সদা।
আমি অভাগা, খেয়ে শয়তানের ধোকা
হয়েছি নাফরমান,
মাফ করে দাও, ক্ষমা কর মোরে
তুমি যে মেহেরবাণ।